সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৩৭ পূর্বাহ্ন
পুলিশ দিয়ে যুবদলের অগ্রযাত্রাকে প্রতিহত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শহীদ উল্লাহ তালুকদার। গতকাল বুধবার দুপুরে সিলেটের বিয়ানীবাজারে উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ আজ মহাসংকটে। পুলিশ প্রশাসন আজ দেশের জনগণের ওপর খবরদারি করছে। দেশে আইনের শাসন নেই, নেই কথা বলার অধিকার। এই সংকট থেকে মুক্ত হতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। পুলিশের বাঁধা আর দালালি করে যুবদলের অগ্রযাত্রাকে কখনও প্রতিহত করা যাবে না।’
সিলেট জেলা যুবদলের আহ্কায় সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আনছার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আহমদ।
বক্তব্য দেন, সিলেট জেলা যুবদলের সদস্য আক্তার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, লাহিন আহমদ, আমিনুল ইসলাম, ময়নুল ইসলাম মঞ্জু, কবির উদ্দিন, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, অলি উর রহমান, ফখরুল ইসলাম রুমেল, মাহফুজ চৌধুরী, জি এম বাপ্পি, আলী আহমদ আলম, মকসুদল করিম নুহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমীন, বিয়ানীবাজার পৌর যুবদল সভাপতি দেলওয়ার হোসেন দোলন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক দোওলা হোসেন শুভাষ, নুরুল কিবরীয়া, জুবের আহমদ, এনাম উদ্দিন দিলাল, আজিজুর রহমান, এম হাসনাত জামীল, নুরুলদীন আহমদ, জাবের আহমদ, সায়দুল ইসলাম, এম এ সামাদ, এম এস বাবেল, আব্দুস শুকুর, লিমন, এমদাদুর রহমান ইমন, রাজন আহমদ, শাহীন আহমদ, আবুল কালাম, আব্দুল করিম তাজুল, আব্দুল হালিম, বিলাল উদ্দিন, জামিল আহমদ চৌধুরী, মাহবুবর রহমান মবু, লিটন ইসলাম, জাকারিয়া প্রমুখ।
বিএ-০৬