এবার হচ্ছে না কর মেলা

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৫৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৫৩ পূর্বাহ্ন



এবার হচ্ছে না কর মেলা

করোনাভাইরাসের মহামারির কারণে এবার আয়কর মেলা হবে না বলে জানিয়েছেন সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে চেম্বারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব।

সভায় তিনি বলেন, চলমান করোনা মহামারীর কারণে এ বছর আয়কর মেলা হবে না। তবে ব্যবসায়ীদের সুবিধার জন্য আমরা কর অফিসে একটি পরামর্শ কেন্দ্র স্থাপন করেছি।’

সভায় চেম্বার নেতৃবৃন্দ বলেন, ‘প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেটের অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জাতীয় পরিচয় পত্র না থাকায় তারা ই-টিআইএন গ্রহণ করতে পারছেন না। তাই সিলেটের প্রবাসীদের জন্য পাসপোর্টের মাধ্যমে ই-টিআইএন গ্রহণের ব্যবস্থা করার অনুরোধ জানাই। এছাড়াও কর অফিসে ব্যবসায়ীদের জন্য হেল্প ডেস্ক খোলা ও কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানাই।’

সভায় কর কমিশনার মো. সাইফুল হক চেম্বার নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে বলেন, ‘সিলেট চেম্বারসহ সংশ্লিষ্ট সকলের দাবির প্রেক্ষিতে সিলেটে কর ভবন স্থাপন প্রক্রিয়াধীন। সিলেটের সকল ব্যবসায়ীদেরকে করের আওতায় আনতে সিলেট চেম্বারের সহযোগিতা প্রয়োজন।’ এ সময় তিনি আয়কর রিটার্ন দাখিল সহজীকরণ, পাসপোর্টের মাধ্যমে ই-টিআইএন প্রদানসহ সিলেট চেম্বারের দাবিসমূহ বিবেচনার আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তব্য দেন, অতিরিক্ত কর কমিশনার মো. আবু সৈয়দ সোহেল, যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার ও শাহেদ আহমদ চৌধুরী, উপ কর কমিশনার কাজল সিংহ ও মো. আবু সাঈদ, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, ভ্যাট বাজেট শুল্ক কর ও ট্যারিফ সাব কমিটির আহ্হবায়ক মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো. আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান প্রমুখ।  

বিএ-০৯