জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রচারাভিযান

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৫৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০৬:৫৯ পূর্বাহ্ন



জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রচারাভিযান

মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট উচ্চ বিদালয়ে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় সদর উপজেলা পরিষদ বুধবার এ অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

আশফাক আহমদ বলেন, ‘মাদক জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধ করতে হলে শিক্ষার্থী ও তরুণ সমাজকে সচেতন করতে হবে। মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই যুদ্ধ ঘোষণা করেছেন।’ সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও সদর উপজেলা ইউডিএফ কর্মকর্তা রাজীব কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মুজমদার, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি সামছুদ্দীন আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নাজিম উদ্দীন ইমরান, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনছার আলী। বক্তব্য দেন, হাজী আব্দুস সামাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমদ, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক মন্ডল, করুনা শর্মা প্রমুক। উপস্থিত  ছিলেন, ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হামিদা খাতুন, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. নেছারুন নেছা। অনুষ্ঠানে সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুছ সামাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ও সিলেট ক্যাডেট ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিএ-১০