গোলাপগঞ্জে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৭, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন



গোলাপগঞ্জে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে ২৫০ গ্রাম গাঁজা সহ মোহাম্মদ আলেখ হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোলাপগঞ্জ পৌর এলাকার খাসিখাল ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের মৃত আরমিছ আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খাসিখাল ব্রিজের উপর মাদকসহ সে অবস্থান করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলেখ হোসেনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় (মামলা নং-১০) একটি মামলা দায়ের করে। 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে অভিযান চালিয়ে গাজাসহ গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এফএম/বিএ-২০