ওসমানীনগরে স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের সংস্কার শুরু

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৮, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের সংস্কার শুরু

সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতসহ চেয়ারম্যান গোলাম কিবরিয়া নিজ উদ্যোগে সিকন্দরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ তিনটি কমিউনিটি ক্লিনিকের পুনঃমেরামত ও সংস্কারকাজের উদ্বোধন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিকন্দরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে পুনঃমেরামত ও সংস্কারকাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়াকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, স্বাস্থ্যসেবাকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সদিচ্ছার প্রতিফলন হিসেবে আজ সারাদেশের স্বাস্থ্যকেন্দ্রগুলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমান সরকারের উদ্যোগে স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনের ধারাবাহিকতায় চেয়ারম্যান গোলাম কিবরিয়ার প্রচেষ্টায় ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রসহ কমিউনিটি ক্লিনিকে লেগেছে উন্নয়নের ছোঁয়া। পুরাতন ভবনগুলো সংস্কারের মাধ্যমে হয়েছে আধুনিকায়ন। সুপেয় পানির ব্যবস্থা, হাত ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধীবান্ধব যাতায়াত সুবিধা নিশ্চিতসহ স্বাস্থ্যকেন্দ্রের সামনে করা হয়েছে সৌন্দর্যবর্ধক ফুলের বাগান।

রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে কর্মস্থলে উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা। এ সময় বক্তারা স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক কল্যাণে অতিথিদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতসহ স্থানীয়দের সহায়তায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মাহমুদ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা বেগম, মেডিকেল অফিসার ডা. বিপ্লব সরকার, ডা. মিথুন চৌধুরী ও সিকন্দরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক মুকিত মিয়া, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস ছালাম ও উমরপুর ইউনিয়নের সচিব মারুতি নন্দন দাম। উমরপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরির্দশক সত্য রঞ্জন দাশের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রোকন আহমদ, আব্দুল খালিক, মাফজুল হক আখলু, হিসাব সহকারী সামসুল ইসলাম সমসের, পরিবার কল্যাণ পরিদর্শিকা সম্পা রানী ঘোষ, পরিবার কল্যাণ পরিদর্শক জয়ন্ত দে, পরিবার কল্যাণ সহকারী আয়াতুন নেছা, গীতা রানী দাশ, সম্পা রানী পাল, সম্পা রানী দেব, স্বাস্থ্য সহকারী নেহার রঞ্জন দেব, প্রিতিশ চন্দ্র সূত্রধর, স্বেচ্ছাসেবী শুভ সূত্রধর, ফার্মাসিস্ট আব্দুল ওদুদ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আমিনুর রহমান, লাভলী বেগম, মঞ্জু পাল, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

এ সময় সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিকন্দরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ সকল শূন্যপদগুলোতে জরুরি ভিত্তিতে জনবল পদায়নের জন্য উপস্থিত স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান স্থানীয়রা।

 

ইউডি/আরআর-০৪