জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:০৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:০৪ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ী নামক এলাকায় হাইএস গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোছাম্মাৎ জহিরা বেগম (৪৫) উপজেলার দরবস্ত ইউনিয়নের পশ্চিম গর্দ্দনা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ও হাইএস গাড়িকে আটকের দাবি জানিয়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে স্থানীয় জৈন্তাপুর মডেল থানা পুলিশের সুষ্ঠু তদন্তের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় অবরোধ তুলে নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে নারীর লাশ দাফন করা হবে।’