ওসমানীনগরের সাদিপুর উপনির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রব

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন



ওসমানীনগরের সাদিপুর উপনির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রব

সিলেটের ওসমানীনগরে সাদীপুর ইউনিয়নে চেয়ারম্যানপদে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুর রব আল মামুন। গতকাল শুক্রবার দলীয় সভায় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা দেওয়া হয়েছে। 

জানা যায়, উপনির্বাচনে প্রার্থী দিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএনপির সভায় সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব আল মামুন, সাধারণ সম্পাদক আলী আসগর ফয়েজ এবং ইমরুল চৌধুরীর নাম প্রস্তাব করেন নেতাকর্মীরা। 

শুক্রবার সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় সমঝোতার ভিত্তিতে আব্দুর রব আল মামুনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি নেতা ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর।

ইউডি/বিএ-০৫