সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:১৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ থাকায় তিতাসের আটজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক।
তিনি বলেন, ‘সিআইডির একটি টিম অভিযান চালিয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে।’
গ্রেপ্তারকৃতরা হলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।
উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত এ ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে।
বিএ-১০