এক নজরে আইপিএল'র ১২ আসর

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:৪১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:৪১ অপরাহ্ন



এক নজরে আইপিএল'র ১২ আসর

আজ শনিবার আবুধাবিতে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম আসর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তাই এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের আগের ১২ আসরের পরিসংখ্যান।

সেঞ্চুরি : আইপিএলের আগের ১২ আসরে সবমিলিয়ে ৫৮টি সেঞ্চুরি হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি ক্রিস গেইলের

ছক্কা : সেঞ্চুরির মতো সর্বোচ্চ ৩২৬টি ছক্কাও গেইলের। দ্বিতীয় সর্বোচ্চ ২১২টি ছক্কা হাঁকিয়েছেন এবি ডি ভিলিয়ার্স

সর্বাধিক রান : আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। ১৬৯ ইনিংসে ৫৪১২ রান করেছেন বাঙ্গালোর অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৬৮ রান সুরেশ রায়নার

সেরা ব্যাটিং : এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর গেইলের। ২০১৩ সালে বাঙ্গালোরের হয়ে দিল্লির বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলেছিলেন গেইল

সর্বাধিক উইকেট : আইপিএলে সবচেয়ে বেশি ১৭০ উইকেট লাসিথ মালিঙ্গার। ব্যক্তিগত কারণে এবারের আসরে খেলছেন না মুম্বাইয়ের এই লংকান পেসার

সেরা বোলিং : এক ম্যাচে সেরা বোলিং ফিগার মুম্বাইয়ের ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের। গত বছর হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১২ রানে ছয় উইকেট নিয়েছিলেন তিনি

চ্যাম্পিয়ন : আইপিএলে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস

সর্বাধিক ম্যাচ : সবচেয়ে বেশি ১৯৩টি ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। এবারের আসরে রায়না না থাকায় তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এমএস ধোনি (১৯০) ও রোহিত শর্মার (১৮৮) সামনে

সর্বোচ্চ স্কোর : আইপিএলে সর্বোচ্চ দলীয় স্কোর বাঙ্গালোরের। ২০১৩ সালে দিল্লির বিপক্ষে পাঁচ উইকেটে ২৬৩ রানের পাহাড় গড়েছিল তারা। সর্বনিম্ন ৪৯ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডও বাঙ্গালোরের দখলে

সেরা জুটি : আইপিএলে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড বাঙ্গালোরের বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের। ২০১৬ সালে গুজরাটের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২২৯ রানের জুটি গড়েছিলেন তারা

সর্বাধিক ডিসমিসাল : সবচেয়ে বেশি ১৩২টি ডিসমিসালের কীর্তি চেন্নাইয়ের এমএস ধোনির। এছাড়া সর্বোচ্চ ১০২টি ক্যাচ নিয়েছেন তার চেন্নাই সতীর্থ রায়না।

এএন/০৭