লক্ষ্মীপাশায় উপনির্বাচনে বিএনপির প্রার্থী আফজাল হোসেন

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২০, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন



লক্ষ্মীপাশায় উপনির্বাচনে বিএনপির প্রার্থী আফজাল হোসেন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাছাই নিয়ে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিলেট জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির নেতা লায়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল গফুর, সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সদস্য ও পৌর প্যানেল চেয়ারম্যান হেলালুজ্জান হেলাল, সদস্য আতাউর রহমান উতু, জামাল আহমদ জামাল, মামুনুর রশীদ মামুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নবী প্রমুখ।

বিএনপির মনোনীত প্রার্থী আফজাল হোসেন বলেন, 'সকল নেতাকর্মীর মতামতে আমাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করা হয়েছে। সকলের দোয়া ও জনগণের ভালবাসায় উপনির্বাচনে ধানের শীষের বিজয় হবে।' তিনি ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়ে যায়। এ শূন্য পদে আগামী ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এফএম/আরআর-০৯