সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২০
০৮:১৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
০৯:২৬ পূর্বাহ্ন
আইপিএলের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচসেরা আম্বাতি রায়ডুর ব্যাটে জয় পায় চেন্নাই সুপার কিংস। দলের সহজ জয়ে ভুমিকা রাখেন ফাফ ডু প্লেসিসও।
করোনাভাইরাসের কারণে দর্শকশূন্য মাঠে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয়লাভ করে মহেন্দ্র সিং ধোনির দল।
টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ১৬২ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে সৌরভ তিওয়ারি। ৩৩ রান করেন ডি কক।
জবাবে, আম্বাতি রাইডু ও ডু-প্লেসিসের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ধোনির দল। এর মধ্যে ৪৮ বলে ৭১ রানের ইনিংস খেলেন রাইডু। দু প্লেসি দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৪৪ বলে ৫৫ রানে। ৪ বল আগেই শেষ হয় খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৬২/৯ (রোহিত ১২, ডি কক ৩৩, সূর্যকুমার ১৭, সৌরভ ৪২, হার্দিক ১৪, পোলার্ড ১৮, ক্রুনাল ৩, প্যাটিনসন ১১, রাহুল ২*, বোল্ট ০, বুমরাহ ৫*; দিপক ৪-০-৩২-২, কারান ৪-০-২৮-১, এনগিডি ৪-০-৩৮-৩, চাওলা ৪-০-২১-১, জাদেজা ৪-০-৪২-২)
চেন্নাই সুপার কিংস: ১৯.২ ওভারে ১৬৬/৫ (বিজয় ১, ওয়াটসন ৪, দু প্লেসি ৫৮*, রায়ডু ৭১, জাদেজা ১০, কারান ১৮, ধোনি ০*; বোল্ট ৩.২-০-২৩-১, প্যাটিনসন ৪-০-২৭-১, বুমরাহ ৪-০-৪৩-১, ক্রুনাল ৪-০-৩৭-১, রাহুল ৪-০-৩৬-১)
এএন/০১