গোলাপগঞ্জ প্রতিনিধি
                        সেপ্টেম্বর ২০, ২০২০
                        
                        ১১:০৪ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
                        
                        ১১:০৪ অপরাহ্ন
                             	
                        
            
    সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল মুকিত আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত আব্দুল মুকিত টানা ১০ বছর দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার কমিটিতে থেকে দায়িত্বপালন করেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বিকেল ৫টায় ঢাকাদক্ষিণ দারুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এফএম/আরআর-০১