সুপার ওভারে পাঞ্জাবকে হারাল দিল্লি

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ২১, ২০২০
০৪:০৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন



সুপার ওভারে পাঞ্জাবকে হারাল দিল্লি

আইপিএলের দ্বিতীয় ম্যাচের নিষ্পত্তি হল সুপার ওভারে। রবিবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস করে ৮ উইকেটে ১৫৭ রান। জবাবে ব্যাট করতে নেমে একসময়ে মনে হয়েছিল ম্যাচটা হেরে যাবে কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু অন্য কিছু ভেবেছিলেন ময়ঙ্ক আগরওয়াল। দুরন্ত ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে জেতার জন্য পঞ্জাবের দরকার ছিল ১২ রান। স্টোইনিসের প্রথম বলেই ছক্কা হাঁকান ময়ঙ্ক। যখন মনে হচ্ছে ময়ঙ্কই জিতিযে দেবেন কিংস ইলেভেনকে, ঠিক সেই সময়েই স্টোইনিস ফেরান তাঁকে। শেষ বলে আউট হন জর্ডন। ফলে দু' দলের রান সমান হওয়ায় ম্যাচ যায় সুপার ওভারে। সুপার ওভারে দিল্লির বোলার রাবাদা আগুন জ্বালান। লোকেশ রাহুল ও নিকোলাস পুরানকে আউট করেন রাবাদা। মাত্র ২ রান করে কিংস। ব্যাট করতে নেমে খুব সহজেই ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।

ময়ঙ্ক খেলেন ৬০ বলে ৮৯ রানের ইনি্ংস। কাজে এল না তাঁর দুরন্ত ইনিংস। তবে এ রকম ফর্মে থাকা ব্যাটসম্যানকে সুপার ওভারে ওপেন করতে পাঠালো না কেন কিংস ইলেভেন, এটাই রহস্যের।

এএন/০১