আফ্রিদির ডাবল হ্যাটট্রিক

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২১, ২০২০
১০:৫৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০
১০:৫৮ অপরাহ্ন



আফ্রিদির ডাবল হ্যাটট্রিক

ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে অবশেষে জ্বলে উঠলেন শাহিন শাহ আফ্রিদি। হ্যাম্পশায়ারের হয়ে খেলা এই পাকিস্তানী বাঁহাতি এই পেসার মিডলসেক্সের বিপক্ষে টানা চার বলে উইকেট পান।
ইংল্যান্ডের মাটিতে এটাই প্রথম ডাবল হ্যাটট্রিক। টি-টোয়েন্টিতে মাত্র সপ্তম বোলার হিসেবে টানা চার বলে চার উইকেট পেলেন আফ্রিদি।
সাউথ গ্রুপের ম্যাচে রবিবার জয়ের জন্য শেষ ৩ ওভারে ২৩ রান দরকার ছিল মিডলসেক্সের। হাতে ছিল ৪ উইকেট। ১৮তম ওভারের শেষ চার ব্যাটসম্যানের স্টাম্প ভেঙ্গে ম্যাচই শেষ করে দেন আফ্রিদি।
৯ উইকেটে ১৪১ রান করা হ্যাম্পশায়ার জেতে ২০ রানে। ১৯ রানে ৬ উইকেট নিয়ে ১২১ রানে মিডলসেক্সকে থামিয়ে দেয়া আফ্রিদি হন ম্যাচ সেরা।
প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০৮ সালে টানা চার বলে উইকেট নিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার জিম অ্যালেনবি। এরপর এই কীর্তি গড়েন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও বাংলাদেশের পেসার আল আমিন হোসেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব আছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। আফ্রিদির আগে সবশেষ ডাবল হ্যাটট্রিক করেছিলেনন ভারতীয় পেসার অভিমান্যু মিঠুন।
এএন/১১