জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২০
০৪:৩৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২০
০৪:৪০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির নাম সাজ্জাদ আলী (৫০)। তিনি পৌরএলাকার ইসহাকপুরের মৃত সিকন্দর আলীর ছেলে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেটের গোটাটিকর এলাকায় অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলার চার মাসের সাজাপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলীকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার এএসআই শাহিন চৌধুরী জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাজ্জাদ আলীর বিরুদ্ধে বিদ্যুতের বকেয়া বিল সংক্রান্ত আরেকটি মামলা রয়েছে। তাকে আমরা সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছি।
এএ/বিএ-২১