ওসমানীনগরে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ২৩, ২০২০
০১:০১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
০১:০১ পূর্বাহ্ন



ওসমানীনগরে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে মৎস্য দপ্তরের উদ্যাগে রাজম্ব বাজেটের আওতায় দেশীয় প্রজাতির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উমরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ওসমানীনগর উপজেলার মৎস্য কর্মকর্তা মাসরুবা তাসলিম।

প্রশিক্ষণ কর্মশালায় দেশীয় প্রজাতির মাছ চাষের বিভিন্ন উপায়, রোগ, প্রতিকার, পুষ্টিগুণ, মুনাফা ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুকন আহমদ চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব মারুতী নন্দন দাম, ইউপি সদস্য সোহেল মিয়া, ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা শমসির মিয়া, বাজারের সেক্রেটারি ইছহাক আহমদ সিপন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী হোসাইন আহমদ প্রমুখ।

 

ইউডি/আরআর-০২