ধোনির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২২, ২০২০
০৯:১৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২০
০৯:১৭ অপরাহ্ন



ধোনির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

আজ মঙ্গলবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ধোনি ধামাকা ঘটবে বলেই মনে করেন ক্রিকেট প্রেমীরা। তেমনটা হলে আইপিএলে তিনটি রেকর্ডের মালিকও হতে পারেন সিএসকে অধিনায়ক। ৩০০ ছক্কার রেকর্ড ৩০০ ছক্কার রেকর্ড ২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ১৯১টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টে ২৯৫টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজকের ম্যাচে আর পাঁচটি ছক্কা হাঁকালেই তিনশো ক্লাবে প্রবেশ করবেন মাহি। ভারতীয়দের মধ্যে এর আগে আইপিএলে একই নজির গড়েছেন রোহিত শর্মা (৩৬১টি ছক্কা) ও সুরেশ রায়না (৩১১টি ছয়)। আইপিএলে সর্বাধিক ক্যাচ আইপিএলে সর্বাধিক ক্যাচ উইকেটরক্ষক এবং ফিল্ডার হিসেবে এখনও পর্যন্ত ১০০টি ক্যাচ ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে আর তিনটি ক্যাচ ধরলেই সুরেশ রায়নাকে (১০২টি ক্যাচ) টপকে যাবেন মাহি। তেমনটা হলে তিনি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক ক্যাচ সংগ্রাহক হবেন। তালিকার শীর্ষে রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। উইকেটরক্ষক হিসেবে এখনও পর্যন্ত আইপিএলে ৯৬টি ক্যাচ ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে আর চারটি ক্যাচ ধরলেই সেঞ্চুরি পূর্ণ হবে মাহির। আর পাঁচটি ক্যাচ ধরলে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিককে ধরে ফেলবেন সিএসকে নেতা। উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ১০১টি ক্যাচ ধরেছেন কার্তিক। চেন্নাই সুপার কিংস এবং পুনে সুপারজায়ান্টসের জার্সিতে ১৯১টি ম্যাচ খেলে ৪৪৩২ রান করেছেন এমএস ধোনি। টুর্নামেন্টে ২৩টি অর্ধ-শতরান রান আছে ধোনির নামের পাশে। আইপিএলে মাহির সর্বোচ্চ স্কোর ৮৪।
এএন/০৫