আইপিএলে আজ দুই ভাইয়ের লড়াই

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২২, ২০২০
১০:১৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২০
১০:১৬ অপরাহ্ন



আইপিএলে আজ দুই ভাইয়ের লড়াই

জমে উঠেছে আইপিএলের ব্যাট-বলের লড়াই। আজ চলতি মৌসুমের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ভাই। এর আগে আইপিএলে স্বদেশি দুই ভাই মুখোমুখি হলেও বিদেশি দুই ভাইয়ের লড়াই আজই প্রথম। শারজাতে চেন্নাই সুপার কিংসের জার্সিতে স্যাম কারন খেলবেন রাজস্থান রয়্যালসে থাকা বড় ভাই টম কারানের বিপক্ষে।
এবারের আইপিএলে আজ প্রথম মাঠে নামছে রাজস্থান রয়্যাল। প্রতিপক্ষ চেন্নাই'র এটি দ্বিতীয় ম্যাচ। আজকের ম্যাচের দু'দলের লড়াই ছাপিয়ে আকর্ষণে কেন্দ্রে আইপিএলের দুই বিদেশি ক্রিকেটার ভাইয়ের ডুয়েল। চেন্নাই সুপার কিংস জার্সিতে এবারই প্রথম খেলছেন স্যাম কারন। গত বছর পাঞ্জাবের হয়ে খেলে দিল্লির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছেন স্যাম। এবছর ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দারুণ শুরু করেছেন ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম কারন। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ কারান ৪ ওভারে ২৮ রানে ১ উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে ৬ বলে ১৮ রান হাঁকান। ধোনির মাস্টারস্ট্রোকে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ১টি চার ও ২টি ছক্কা ৬ বলে মারকাটারি ১৮ রান করে ৩০০ স্ট্রাইকরেটে রান করেন। সঙ্গে ম্যাচের রোহিত শর্মার ক্যাচ নিয়েছিলেন।
অন্যদিকে আজ রাজস্থানের জার্সিতে অভিষেক হতে পারে টম কারনের। সম্পর্কে টম কারন স্যামের ভাই। আইপিএলে অতীতে কেকেআর দলে খেলেছেন ইংল্যান্ডের এই পেসার। তবে তাঁর পারফর্ম্যান্স নজর কাড়তে না পাড়ার টমকে ছেড়ে দিয়েছে নাইট ব্রিগেড। কেকেআরের জার্সিতে ২০১৮ সালে টম কারন ৫ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। এবছর রাজস্থান রয়্যালস তাঁকে দলে নিয়েছে। রাজস্থান দলে এবছর একাধিক তারকা শুরুতে থাকছেন না। বেন স্টোকস থেকে শুরু করে জোস বাটলার চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই। সেই কারণে দলের চার বিদেশিদের মধ্যে স্টিভ স্মিথ, জোফরা আর্চার, টম কারন ও অ্যান্ড্রু টাই খেলতে পারেন। দেশের হয়ে ইংল্যান্ডের জার্সিতে একসঙ্গে খেলেছেন, এবার আইপিএলে এই প্রথম একে অন্যের মুখোমুখি হচ্ছেন টম-স্যাম।
এএন/০৬