করোনা জয় করলেন মেয়র আরিফ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৩, ২০২০
০৩:২৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
০৩:৩৪ পূর্বাহ্ন



করোনা জয় করলেন মেয়র আরিফ

মহামারি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আসা তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ আসে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘আজ সকালে নমুনা পরীক্ষায় দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে (রাতে) জানানো হয়েছেন এখন আমি করোনা মুক্ত ‘

এর আগে জ্বর থাকায় গত ১০ সেপ্টেম্বর সকালে করোনার নমুনা জমা দেন মেয়র আরিফুল হক। ওইদিন রাতেই নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে।  

আরসি-০১/এএফ-০৩