দক্ষিণ সুরমা থেকে মাদকসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৩, ২০২০
০৭:০৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
০৭:০৬ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমা থেকে মাদকসহ গ্রেপ্তার ১

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম হোসেন আহমদ (৩০)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার লামারগাঁও এলাকার বাসিন্দা।  

গত সোমবার বিকেলে কদমতলীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সন্দেহে একজনকে গ্রেপ্তার করে। এসময় তার কক্ষে তল্লাশী চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হোসেন আহমদকে আটকের পর দক্ষিণ সুরমা থানায় মামলা (নম্বর ১২) দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিএ-০২