সিলেট মিরর ডেস্ক
                        সেপ্টেম্বর ২৩, ২০২০
                        
                        ০৭:০৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
                        
                        ০৭:০৯ পূর্বাহ্ন
                             	
                        
            
    অসচ্ছল দুই মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করেছে রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের উপশহরে গার্ডেন টাওয়ারে এই অনুদান প্রদান করা হয়। অসচ্ছল দুই মেয়ের পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন রোটারি ডিস্ট্রিক্টের সাবেক গভর্নর শহিদ আহমেদ চৌধুরী।
রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের সাধারণ সম্পাদক মো. মনসুর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম জুবায়ের।
উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি ডা. ইমদাদুল হক, আইপিপি মো. মামুনুর রশীদ, প্রেসিডেন্ট ইলেক্ট এস এম বোরহান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুস সাদেক লিপন, জয়েন্ট সেক্রেটারি আসিম আহমেদ, ট্রেজারার খালেদ আহমদ, রোটারিয়ান রিংকু আহমদ, রোটারিয়ান জয়নাল আবদিন প্রমুখ।