সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২০
০৭:১৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
০৭:১৯ পূর্বাহ্ন
দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট চেম্বারের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ সভাপতি রেজাউল করিম রেজনুর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি তাহমিন আহমদ। সৌজন্য সাক্ষাৎকালে সকল ব্যবসায়ী যাতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা সহজে পান সেজন্য সকল ব্যাংকে হেল্প ডেস্ক চালুর আহŸান জানানো হয়। কর আইনে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য ভ্যাট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বিএ-০৫