গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২০
০৬:০০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
০৬:০০ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন অনুপমা দাস। সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছাড়পত্র নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ ভূমি অফিসে যোগদান করেন তিনি।
তিনি ২০১৬ সালে ৩৪তম বিসিএস ক্যাডারে চট্রগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি ২০১৭ সালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ২০১৯ সালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি কোম্পানীগঞ্জ উপজেলা থেকে গোলাপগঞ্জের এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন।
তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নলিনী কান্ত দাসের মেয়ে। উল্লেখ্য, বদলীজনিত কারণে গোলাপগঞ্জের এসিল্যান্ড শবনম শারমিন মঙ্গলবার সিলেট মহানগর রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
এফএম/বিএ-০৮