নিজস্ব প্রতিবেদক
                        সেপ্টেম্বর ২৩, ২০২০
                        
                        ০৮:১৬ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
                        
                        ০৮:১৬ অপরাহ্ন
                             	
                        
            
    শরতেও সিলেটে ঝরছে গুড়িগুড়ি বৃষ্টি। সারাদিন টানা বৃষ্টির কারণে বিপাকে পড়ছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেটে বৃষ্টি থাকবে।
গত সোমবার রাত থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি ঝরছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবারে পর্যন্ত তা অব্যাহত থাকে। ফলে রাস্তায় যারা কাজে বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। একইসঙ্গে শহর-বন্দর ও হাট-বাজারের ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকান্ডেও ভাটা পড়েছে। নগরের বিভিন্ন রাস্তায় চলছে সংস্কার কাজ। সারাদিন বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে জমছে পানি। এতে করে বিড়ম্বনা পোহাতে হচ্ছে নগবাসীকে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষেরা।
রিকশাচালক রহিম মিয়া বলেন, ‘সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। ফলে রিকশার যাত্রী কম। ভেবেছিলাম বিকেলে বৃষ্টি কমবে, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বৃষ্টি থামেনি। বৃষ্টিতে অনেকেই ঘরে বসে থাকলেও আমাদের তো ঘরে বসে থাকার সুযোগ নেই।’
ব্যাংক কর্মকর্তা এনাম খান সিলেট মিররকে বলেন, ‘সকালে অফিসের জন্য বের হয়ে দেখি বৃষ্টি। সংস্কার কাজ চলার কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমেছে। হাটার উপায় নেই। বৃষ্টি হলেই নগরবাসী এরকম বিড়ম্বনায় পড়ছেন।’
বৃষ্টিতে শুধু শ্রমজীবীদের ভোগান্তিই নয়, কৃষকদের শীতকালীন সবজির চাষেও ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে কৃষকরা মরিচ, লালশাক, মূলা, লাউ, ফুলকপি, টমোটোসহ বিভিন্ন জাতের সবজির বীজ বপণ ও চারা লাগিয়েছেন। এসব জমির মাটি ভিজে কিংবা পানি জমে থাকায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, সিলেটে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার বৃষ্টি অব্যাহত থাকলেও গতকালের চেয়ে কম হবে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত চলবে। তবে ২৫ তারিখের পর এর বৃষ্টির পরিমান কমে আসবে।’
বিএ-১৪