প্রবাসীদের ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৩, ২০২০
০৯:৩৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
১০:৪৩ অপরাহ্ন



প্রবাসীদের ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব

প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব সরকার।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

সৌদি আরবে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে বুধবারও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ করেন তারা। এছাড়া তারা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম আজ এক ফেসবুক বার্তায়ও এ তথ্য জানিয়েছেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী  বলেন, ‘আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ বুধবার ২৩ সেপ্টেম্বর থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট চার ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।’

ঢাকায় সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, ‘কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলি মেনে কনস্যুলার সেবা প্রদান করা হবে।’

 

এএফ/১০