বাংলাদেশের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৩, ২০২০
১০:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
১০:২৬ অপরাহ্ন



বাংলাদেশের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

শ্রীলঙ্কা কোনো সিদ্ধান্ত না জানানোয় বাংলাদেশের লঙ্কা সফর অনিশ্চত হয়ে পড়েছে। হলেও পূর্ব নির্ধারিত ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেটের নীরবতায় এই অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
এই প্রসঙ্গে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন আজ বুধবার জানিয়েছেন- ‘দেখুন এই মহামারীকালে সফরের জন্য হেলথ গাইড লাইন কতোটুকু শিথিল করা যায়, সেই বিষয়টি এখনো শ্রীলঙ্কা আমাদের কিছু জানায়নি। তারা শুধু বলেছে কোভিড-১৯ টাস্ক ফোর্স এবং অন্যান্য যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনো তারা আমাদের কোনো কিছু জানায়নি। তাই এই মুহূর্তে পূর্ব নির্ধারিত ২৭ সেপ্টেম্বর তারিখে শ্রীলঙ্কা সফরে যাওয়াটা একটু চ্যালেঞ্জিং হবে। তাছাড়া ভিসা ও অন্যান্য জটিলতা তো রয়েছে। সেক্ষেত্রে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হলে আমরা সেটা করে নিব।’
বিসিবি’র সিইও বলেন, ‘নির্দিষ্ট করে আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আমাদের জন্য সেটা সহনীয় পর্যায়ের বা আমরা যে জিনিসটা চাচ্ছি, সেটা আমরা শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছি। যেহেতু সেই বিষয়ে এখনো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিছু বলছে না, আমি মনে করি পুরো বিষয়টা এখন পর্যন্ত আমাদের মধ্যেই থাকুক।’
এএন/০৯