মুনির-তপন-জুয়েল স্মরণ আজ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৪, ২০২০
০৬:২২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন



মুনির-তপন-জুয়েল স্মরণ আজ

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ছাত্র শিবিরের হাতে নৃশংসভাবে প্রাণ হারানো জাসদ ছাত্রলীগ কর্মী মুনির-তপন-জুয়েল স্মরণ অনুষ্ঠান আজ। তাঁদের হত্যার বিচারের দাবিতে আজ বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও প্রদীপ প্রজ্জ্বালন করা হবে।  

১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর একদিনে তিনটি হত্যাকাণ্ডের মাধ্যমে সিলেটের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব আর আধিপত্য বিস্তারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। নৃশংসভাবে তারা হত্যা করেছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও জাসদ ছাত্রলীগের তিন তুখোড় কর্মী মুনির ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে।

এই হত্যাকাণ্ডের আগে ছাত্রশিবির বিভিন্নভাবে চেষ্টা করেছে সিলেটের ছাত্র রাজনীতির মাঠে নিজেদের অবস্থান সৃষ্টি করতে। কিন্তু তৎকালীন প্রগতিশীল ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না। সিলেটের ছাত্র রাজনীতির মাঠে তখন বামধারার ছাত্র সংগঠন, বিশেষ করে জাসদ ছাত্রলীগের অবস্থান ছিল অন্যান্য ছাত্র সংগঠনগুলোর থেকে বেশি শক্তিশালী।

সেদিন মুনির-তপন-জুয়েলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সিলেট শহর উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সিলেট নগরজুড়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সিলেটজুড়ে শুরু হয় জামায়াত-শিবির হঠাও আন্দোলন। শিবিরবিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদ ও সর্বস্তরের ছাত্রদের পাশে রাজপথে নেমে আসেন সিলেটের সাধারণ মানুষ। মুনির, তপন ও জুয়েলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুরু হয় গণআন্দোলন। জনরোষ থেকে বাঁচতে মুনির, তপন, জুয়েলের খুনি ও শিবিরের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। পরদিন ২৫ সেপ্টেম্বর সিলেটের কোর্ট পয়েন্টে আয়োজিত জনসভা থেকে ২৮ সেপ্টেম্বর সিলেটে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। হরতাল শেষে কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে মুনির, তপন ও জুয়েলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়।

২০১১ সাল থেকে নৃশংস এই দিনটিকে মৌলবাদ ও সা¤প্রদায়িকতাবিরোধী দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারও সিলেটে দিবসটি পালন করা হচ্ছে। বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট মহানগর শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যা ৬টায় মৌলবাদ ও সা¤প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা প্রদীপ প্রজ্জ্বালন করবে।

এ বিষয়ে জাসদ সিলেট মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হত্যামামলাটিও তারা তামাদি করে নিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার পুনঃরায় চালুর দাবি জানাই। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

বিএ-০৩