নিজস্ব প্রতিবেদক
                        সেপ্টেম্বর ২৪, ২০২০
                        
                        ০৬:৩৬ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০
                        
                        ০৮:৪১ অপরাহ্ন
                             	
                        
            
    মতবিনিময় সভায় আব্দুস শহীদ
সারাদেশে সারের চাহিদার ২০ ভাগ ফেঞ্চুগঞ্জ’র শাহজালাল সার কারখানা পূরণ করছে বলে জানিয়েছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। গতকাল বুধবার বিকেলে ফেঞ্ছুগঞ্জ সার কারখানা পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, দেশের মোট সার চাহিদার ২০ ভাগই পূরণ করছে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা। এই সারখানার অস্তিত্ব রক্ষার্থে অনেক মানুষের আত্মত্যাগও রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারের জন্য ১৮জন কৃষককে প্রাণ দিতে হয়েছে। কিন্তু এই সরকারের আমলে কোনো জীবন বলি দিতে হয়নি। এখন আর সারের জন্য কৃষকদের দৌঁড়াতে হয় না। সারই কৃষকদের পেছনে দৌঁড়ায়। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি বলেন, ‘ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফসল।’ তিনি সার কারখানার উৎপাদন অব্যাহত রেখে দেশের সারের চাহিদা পূরণ করতে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহŸান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সেলিম উদ্দিন, বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) মো. আমিন উল আহসান, বিসিআইসির পরিচালক (পরিচালক ও বাস্তবায়ন) মো. লুৎফুর রহমান ও সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম। বক্তব্য দেন, শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান, প্রকল্প পরিচালক আনসার আলী শিকদার, সার কারখানার জিএম (অপারেশন) সুনীল চন্দ্র দাস, জিএম (টেকনিক্যাল) তৌফিকুল আলম, জিএম (হিসাব) আ স ম আব্দুল বারিক, জিএম (প্রশাসক) এটিএম আব্দুল বাকি, জিএম (এমটিএস) মকদুম আলী, ফেঞ্ছুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ, সার কারখানা সিবিএর সভাপতি আব্দুল মালিক চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
বিএ-০৫