গোলাপগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২৪, ২০২০
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০
১০:৫৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেপ্তার

সুমন আহমদ সুজা

সিলেটের গোলাপগঞ্জে এক ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সুমন আহমদ সুজা (৩২) নামের এক যুবক।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টায় পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে।

এর আগে রাত সাড়ে ১০টায় গোলাপগঞ্জ বাজার থেকে স্বপন আহমদ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌর এলাকার রণকেলী বনবাড়ি গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে। পরে তার দেওয়া তথ্যমতে সুজাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বপনকে ২৪ পিস ইয়াবা ও নগদ ১ হাজার টাকাসহ গোলাপগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, অপর এক ব্যক্তিকে ফাঁসাতে ইয়াবার টাকা ও পারিশ্রমিক হিসেবে তাকে ১ হাজার টাকা দেয় সুজা। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-১৩/২৪.০৯.২০২০) দায়ের করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

এফএম/আরআর-০২