ডিন জোন্স আর নেই

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৪, ২০২০
১১:১৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০
১১:১৯ পূর্বাহ্ন



ডিন জোন্স আর নেই

ডিন জোন্স (১৯৬১–২০২০)

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স আর নেই।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্টার ইন্ডিয়ার হয়ে আইপিএলের ধারাভাষ্যকার দলের সদস্য হিসেবে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছিলেন।

স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, ‘আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং কঠিন এই সময়ে তাদের পাশে আছি।’ ডিন জোন্স অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন।

 

বিস্তারিত আসছে...

 

এএফ/০১