নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন
সিলেটের বালাগঞ্জের কৃতি সন্তান, কবি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাফিজ আমির উদ্দিন (রহ.) হাফিজিয়া এতিম খানা মাদ্রাসায় খতমে কোরআন এবং বাদ আছর হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া কামনা করা হবে। শেষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত অনুষ্ঠিত হবে। এতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছেন স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।
বিএ-০৪