সিলেটে করোনায় আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৫, ২০২০
১১:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২০
১১:২৪ অপরাহ্ন



সিলেটে করোনায় আরও দুইজনের মৃত্যু

সিলেটে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজারে। এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। 

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৩৩ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২৫ জন, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৫ এবং মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন সিলেটের এবং অন্যজন সুনামগঞ্জ জেলার।  

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪৮৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৭৫৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬৮২ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২১৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৫ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজার জেলায় ২১ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ১০ হাজার ১৩৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৫ হাজার ২৭০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৫ জন, হবিগঞ্জের ১ হাজার ২৯১ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৬৩ জনকে। 

করোনা আক্রান্ত ৭৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৭ জন ও হবিগঞ্জের হাসপাতালে ৯ জন এবং মৌলভীবাজারে ৯ জন। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। '

 

এনএইচ/এএফ-০১