জকিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২০
০২:০৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২০
০২:০৬ পূর্বাহ্ন
ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের জকিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা ও আসন্ন পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী মেয়র প্রার্থী ফারুক আহমদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া, মিলাদ ও শিরনী বিতরণ অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পৌর এলাকার প্রতিটি মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, মিলাদ ও শিরনী বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে প্রতিটি ওয়াক্তের নামাজের পর দোয়া ও শিরনী বিতরণ করা হচ্ছে।
এদিকে ফারুক আহমদের সঙ্গে ঢাকায় থাকা জকিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর কামরুজ্জামান কমরু জানিয়েছেন, ফারুক আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি খুব অল্প হলেও কথাবার্তা বলতে পারছেন। শুক্রবার বিকেলে তাঁকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যে বিআরবি হাসপাতালের চিকিৎসক প্রফেসর মোহাম্মাদ আলী ফারুক আহমদের স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
ওএফ/আরআর-০৭