সিলেট ক্রিকেট স্টেডিয়াম জামে মসজিদের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ২৬, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন



সিলেট ক্রিকেট স্টেডিয়াম জামে মসজিদের উদ্বোধন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার ক্রিকেট স্টেডিয়ামের পাশে নির্মিত হয়েছে নতুন মসজিদ। ‘সিলেট ক্রিকেট স্টেডিয়াম জামে মসজিদ’ নামে এই মসজিদের উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার বিকেলে মসজিদের উদ্বোধন করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে নির্মিত এই মসজিদের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি)।  

ক্রিকেট স্টেডিয়াম নামে মসজিদ হলেও, এই মসজিদ সবার জন্যই উন্মুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে নেই কোনো মসজিদ। আশপাশের লোকজনকে অনেকটা পথ হেটে গিয়ে নামাজ আদায় করতে হয়। তাদের কথা চিন্তা করেই এই মসজিদ নির্মিত হয়েছে। পাশাপাশি স্টেডিয়ামে খেলা চলাকালিন সময়ে মাঠে উপস্থিতরাও নামাজ আদায় করতে পারেন, সে চিন্তা থেকেই মসজিদ নির্মিত হয়েছে বলে বলে জানান সিলেটের ক্রিকেট সংশ্লিষ্টরা।

তারা আরও জানান, পুরো মসজিদটি হবে তিন তলা বিশিষ্ট। প্রাথমিকভাবে এক তলা নির্মিত হলেও পর্যায়ক্রমে বাকি দুই তলার কাজও সম্পন্ন হবে।

সিলেট ক্রিকেট স্টেডিয়াম জামে মসজিদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রপলিটন চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুল জব্বার জলিল, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী মো. নাজিম উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, কোষাধ্যক্ষ সৈয়দ তকরিমুল হাদী কাবি, সদস্য সুমাত নুরী চৌধুরী জুয়েল, পাপলু দত্ত, সাবেক কোষাধ্যক্ষ সাহিদ আহমেদ চৌধুরী জুয়েল, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক উসমান আহমদ, সদস্য মোস্তফা ফরিদুল হাসান কোরেশী, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, বিভাগীয় দাবা কমিটির সম্পাদক রাহাত তরফদার, সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দিপ দাস।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন লুৎফুর খান আনিস।  

আরসি-