চেন্নাইকে ৪৪ রানে হারাল দিল্লি

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ২৬, ২০২০
০৫:৫০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২০
০৫:৫০ পূর্বাহ্ন



চেন্নাইকে ৪৪ রানে হারাল দিল্লি

শুক্রবার ম্যাচ চলাকালে পৃথ্বি শো'র চোখে কিছু পড়ছে কি-না দেখছেন প্রতিপক্ষের অধিনায়ক ধোনি।

চেন্নাই সুপার কিংসকে ৪৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। সেই ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামায় সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাই গতকাল শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছ' নম্বরে নামলেন ধোনি। তখন ম্যাচ জেতার জন্য চেন্নাইয়ের আস্কিং রেট অনেকটাই বেড়ে গিয়েছিল।

জেতার জন্য ২৬ বলে দরকার ছিল ৭৮ রান। বাউন্সার দিয়ে তাঁকে স্বাগত জানান নরতিয়ে। চেন্নাইয়ের তিনটি ম্যাচেই দেখা গেল প্রথম বলে মাহির জন্য অপেক্ষা করছে বাউন্সার। তাঁর মতো বর্ষীয়ান ক্রিকেটারের বিরুদ্ধে এটাই বিপক্ষের রণনীতি। নরতিয়ের দ্বিতীয় বলে তিন রান নেন ধোনি। আবেশ খানের পরের ওভারে দুটো বাউন্ডারি মারেন তিনি। ১৮ তম ওভারে রাবাদার বলে আউট হন ফ্যাফ দু' প্লেসি। শেষ দু' ওভারে চেন্নাইয়ের দরকার ৫৫ রান। হাতের বাইরে চলে যাওয়া ম্যাচের শেষ ওভারে রাবাদার বলে আউট হন ধোনি (১২ বলে ১৫ রান)। তার আগে রানের গতি বাড়াতে পারলেন না। পরিচিত ফিনিশার ধোনিরও দেখা মিলল না। দিল্লির কাছে ৪৪ রানে হারতে হল চেন্নাইকে। 

এ বারের টুর্নামেন্টে কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না ধোনির দলের। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তিন বারের চ্যাম্পিয়নরা। তার মধ্যে একটিতে জিতেছে। হার মেনেছে দুটোতেই। অন্যদিকে দিল্লি দুটো ম্যাচ জিতে লিগ টেবলে সবার আগে। প্রথম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে সুপার ওভারে হারিয়েছিল শ্রেয়াস আইয়ারের দল। এ দিন রীতিমতো প্রাধান্য রেখে তারা হারাল চেন্নাইকে।  

শুক্রবার টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করে ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে ১৩১ রানেই গুটিয়ে যায় চেন্নাই।

এএন/০২