নগরের ঘাসিটুলা থেকে ২৫ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৬, ২০২০
০৬:০৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২০
০৬:০৬ অপরাহ্ন



নগরের ঘাসিটুলা থেকে ২৫ জুয়াড়ি আটক

সিলেটে জুয়া খেলা অবস্থায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরের ঘাসিটুলা মোকামবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নগরের লালাদিঘিরপাড়ের আবদুর রহিম, খরাদিপাড়ার জাবেদুর রহমান, উত্তর বালুচরের সুমন আহমদ, সোনারপাড়ার বাচ্চু মিয়া, চৌকিদেখির নূর উদ্দিন, আলমদিনা এলাকার হোসেন আহমদ, শেখঘাটের রাজা মিয়া, তালতলার কাউসার আহমদ লিটন, মোকামবাড়ির মো. খোকন, শেখঘাটের রাশেদ আহমদ রুহেল, বেতেরবাজারের সাইদুল হক, মেজরটিলার লিটন আহমদ, ঘাসিটুলার সামছুল ইসলাম, শেখঘাটের বাবুল মিয়া, জালালাবাদ থানার হাদদপুরের আনোয়ার হোসেন, কলাপাড়ার নাসিম মিয়ার কলোনির আবদুর রহিম, মেজরটিলার আবদুল মুমিন, খুলিয়াটুলার আজিজুল ইসলাম, হবিগঞ্জের বাহুবলের সইয়া গ্রামের আবদুল হক, নগরীর বাদামবাগিচার আছদ্দর আলী, দক্ষিণ সুরমার সিলাম টিলাপাড়ার নাসির, কাজিরবাজারের বিল্লাহ, দিরাই ভাটিপাড়ার রুহুল আমিন কাজী, জালালাবাদ থানার টুকেরগাঁও’র আলী হোসেন ও টুকেরবাজারের জয়নাল আবেদীন।

আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।

বিএ-০৭