খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২০
১০:৩৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২০
১০:৩৩ পূর্বাহ্ন
অবশেষে তামিমদের শ্রীলঙ্কা সফর পিছিয়েছে। বেশ কিছুদিন ধরে এই সফর নিয়েই পাল্টাপাল্টি মতবিরোধ চলছিল বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ডের মধ্যে। পিছিয়ে দেওয়া হয়েছে টাইগারদের লঙ্কা সফর। শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি'র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তবে দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনুশীলন ক্যাম্প শুরু করেছিল টাইগাররা। কোভিড টাস্কফোর্সের কাছে বারবার শর্ত শিথিলের আবেদন জানালেও, কোনো সুরাহা করতে পারেনি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কায় সফরের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম রাখা হয়। তবে এ নিয়ে মতবিরোধ দেখা দেয় দুই দেশের বোর্ডের মধ্যে।
সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আইসোলেশনে রেখেই ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাচ্ছিল তামিম-মুশফিকরা। শেষ পর্যন্ত পেছানো হলো সফরের দিন তারিখ। আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে বলে জানিয়েছেন আকরাম খান।
পূর্ব সূচী অনুযায়ী চলতি মাসের ২৭ তারিখ জাতীয় দল এবং এইচপি দলের লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল।
এএন/০৬