খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২০
০৫:৫৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২০
০৫:৫৯ অপরাহ্ন
শ্রীলঙ্কা সফর পিছিয়ে যাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অনুশীলন তিন দিন বিরতি দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে রবিবারই শ্রীলঙ্কার পথে উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সফরকারীদের জন্য কোয়ারেন্টিন গাইডলাইনের শিথিল করেনি শ্রীলঙ্কা। টানা ১৪দিন মাঠের বাইরে থাকার শর্ত মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দল পাঠাতে চায় না। তিন টেস্টের এই সিরিজের ভাগ্যে এখন চরম অনিশ্চয়তা! এমন অবস্থায় ক্রিকেটারদের দলীয় অনুশীলনে তিন দিনের বিরতি দিয়েছে বিসিবি। জৈব-নিরাপত্তার বেষ্টনীর সুরক্ষা ভেঙে বাসায় ফিরলেন টাইগাররা।
বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘তিন দিনের ছুটি ক্রিকেটারদের। এ কারণে বেশ কয়েকজন ক্রিকেটার আজ (শনিবার) হোটেল ছাড়ছেন। রবিবার চেক আউট সময়ে কয়েকজন হোটেল ছাড়বেন। হোটেল ছাড়া প্রসঙ্গে ক্রিকেটারদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করছে। সিরিজ নিয়ে পরবর্তী আপডেট পেলেই ফের জৈব সুরক্ষা বলয়ে ফিরবেন তারা।’
অথচ ২৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা ছিল মুশফিকদের। এ কারণেই টিম হোটেলে উঠেছিলেন সবাই। ফের তারিখ চূড়ান্ত হলে হোটেলে উঠবেন তারা। আপাতত বলা হচ্ছে মঙ্গলবার পর্যন্ত ছুটিতে থাকবেন ক্রিকেটাররা।
লঙ্কা সফর নিয়ে শ্রীলঙ্কার উত্তরের অপেক্ষায় বিসিবি কর্তারা। সব ঠিক থাকলে অক্টোবরের ১০ তারিখের মধ্যেই দ্বীপ দেশটিতে উড়াল দিতে চায় টাইগাররা।
এএন/০৯