নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২০
০৬:২৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২০
০৬:২৮ অপরাহ্ন
সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসের ভিতরে তরুণী গণধর্ষণের ঘটনায় মানববন্ধন করছে সিলেট জেলা এবং এমসি কলেজ ছাত্রলীগ।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) এমসি কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘করোনা মহামারি পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকার পরেও ছাত্রাবাস কিভাবে খোলা রাখেন কলেজ কর্তৃপক্ষ। এসব অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের অবগত থাকার পরেও কেন ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হল না।’ তারা অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করে বলেন, ‘আজ আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠে কলংকের দাগ লেগেছে। এর দায় কলেজের অধ্যক্ষ, হোস্টেল সুপারসহ সংশ্লিষ্টদের। আমরা তাদের পদত্যাগ দাবি করছি।’
এসময় ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা বলেন, ‘অনথ্যায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ‘
এনএইচ/এএফ-০২