গোলাপগঞ্জে আব্দুল খালিকের দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২৮, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে আব্দুল খালিকের দাফন সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ঘোগারকুল এলাকার তাবলীগ জামাতের নেতৃত্বদানকারী প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল খালিকের (৮৮) দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টায় ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে মোকাম মসজিদ কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজার নামাজে ঈমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা ফরিদ উদ্দিন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে আব্দুর খালিক তাবলীগ জমাতের একজন নিয়মিত সাথী ছিলেন। তাঁর জীবনের বেশিরভাগ সময় তাবলীগ জমাতে ব্যয় করেছেন। ফজর থেকে রাত পর্যন্ত এলাকার মানুষকে বিশেষ করে যুবসমাজকে কিভাবে দ্বীনদার বানানো যায় সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন। তাঁর ব্যবহার ছিল অমায়িক। বিশেষ করে যুবসমাজের কাছে তিনি অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।

তাঁর মৃত্যুতে এলাকার তাবলীগ জামাতের কাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয় বলে জানান এলাকার সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাসান ইমাদ।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, হেতিমগঞ্জ মতিনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, সিলেট কাজির বাজার মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আহমদ আলি, ঘোঁষগাও মাদরাসার শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদ, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ঈমাম ও খতিব শায়খুল হাদিস মাওলানা ওয়ারিছ উদ্দিন, বড় মোকাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম, মাওলানা শিব্বির আহমদ, ঘোগারকুল মোকাম মসজিদের ইমাম ও খতিব তাবলীগ জামাতের আমির হারুন মিয়া, গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাসান ইমাদ, কাউন্সিলর আব্দুল জলীল, ঘোগারকুলের প্রবীণ ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন, সইফ মিয়া, এনাম উদ্দিন, মাহবুবুর রহমান (মরির), সৈয়দ শাহনুর এলনসহ গোলাপগঞ্জ উপজেলার তাবলীগ জামাতের সাথী-কর্মীসহ সর্বস্তরের মুসল্লি।

এর আগে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল খালিক। দীর্ঘদিন থেকে তিনি বার্ধ্যক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

এফএম/আরআর-০৪