জকিগঞ্জে শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলায় অভিযোগ দায়ের

জকিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২৮, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন



জকিগঞ্জে শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলায় অভিযোগ দায়ের

সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ১৫ আগস্টের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বখতিয়ার উদ্দিন জামাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, কাজলসার ইউনিয়ন পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ১৫ আগস্টের একটি ব্যানার টানানো ছিল। গত ২৪ সেপ্টেম্বর অজ্ঞাতরা ব্যানার থেকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অংশটুকু ছিঁড়ে নিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলকার নাইন লস্করসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মী বিষয়টি আপসে নিষ্পত্তি করে ফেলেন। কিন্তু কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা শনাক্ত করেননি।

কৃষকলীগ নেতা বখতিয়ার উদ্দিন জামাল ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, কৃষকলীগ নেতা বখতিয়ার উদ্দিন জামাল বাদী হয়ে শনিবার রাতে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

ওএফ/আরআর-০৫