সাংবাদিক বেলালের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৮, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
০২:৩৬ পূর্বাহ্ন



সাংবাদিক বেলালের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক বেলাল আহমেদের বাবা রজব আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯.৪৫ মিনিটে নিজ গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার কালীজুরিতে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বিকেল সোয়া ৫ টায় স্থানীয় মসজিদে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

সিলেট মিরর পরিবারের শোক : সাংবাদিক বেলাল আহমেদ এর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় সিলেট মিরর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেট প্রেসক্লাবের শোক : সিলেট প্রেসক্লাবের সদস্য বেলাল আহমেদের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটের শতবর্ষের ঐতিহ্যের স্মারক সিলেট প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।