সাইফুর ও অর্জুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৮, ২০২০
০৮:৪২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন



সাইফুর ও অর্জুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
এমসি কলেজ ছাত্রবাসে গণধর্ষণ

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী মো. সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, ‘মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এই আগে আজ সকাল ১১টা ৫০ মিনিটে তাদের সিলেট আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়৷ এসময় বিপুল সংখ্যক পুলিশ আদালত এলাকায় অবস্থান নেন। পুলিশের ভ্যান থেকে এ দুই আসামিকে যখন নামানো হয় তখন উপস্থিত সাধারণ মানুষ ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে থাকেন।

 

এনএইচ-০২/এএফ-০২