নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন
আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাইফুর রহমান। ধর্ষণে অন্য তিনজন জড়িত বলেও এ সময় আদালতে দাবি করেন তিনি।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে হাজির করে পুলিশ মামলার দুই আসামী সাইফুর রহমান ও অর্জুন লস্করের ৭ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে অংশ নেওয়া একাধিক আইনজীবী জানান, ‘আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত আসামিদের কাছে তাদের কোনো বক্তব্য আছে কী-না জানতে চান। এ সময় সাইফুর রহমান নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেন। তিনি আদালতকে বলেন, রাজন, আইন উদ্দিন ও তারেক এই ঘটনা ঘটিয়েছে। আমি জড়িত ছিলাম না।‘
এনএইচ-০৩/এএফ-০৩