ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২০
০২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০
০২:৫৯ পূর্বাহ্ন
'সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে'- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নুর মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।
সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাসলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, নূর মিয়া বালিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা বেগম চৌধুরী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জিত চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন চাতলপার দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই ও গীতাপাঠ করেন সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বিশেষ প্রচেষ্টার ফলস্বরূপ দেশ আজ সার্বিক দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশে রূপান্তর, সচেনতা বৃদ্ধিসহ সঠিক সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত সহায়ক হচ্ছে তথ্য। সাধারণ মানুষের তথ্য অধিকার নিশ্চিতের জন্য করা হয়েছে তথ্য অধিকার আইন। এর মাধ্যমে রচিত হয়েছে স্বচ্ছতা, জবাবদিহিতাসহ দুর্নীতিমুক্ত প্রশাসন সুনিশ্চিতকরণের উদ্যোগ। বিশেষ করে দেশের এই ক্রান্তিলগ্নে তথ্যের অবাধ ও সঠিক প্রকাশ সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধিরাসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউডি/আরআর-১৪