সুপার ওভারে কোহলির কাছে রোহিতের হার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৯, ২০২০
০২:২১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০
০২:২১ অপরাহ্ন



সুপার ওভারে কোহলির কাছে রোহিতের হার

সুপার ওভারে দলকে জিতিয়ে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি।

আইপিএলে আগের দিন শারজার ছোট মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের ২২৩ রান তাড়া করে জিতল রাজস্থান রয়েলস। পরের দিন সোমবার দুবাইয়ের বড় মাঠে ২০১ রান তাড়া করতে গিয়ে ম্যাচ গেল সুপার ওভারে। যেখানে জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

সুপার ওভারে ব্যাঙ্গালোরের তরুণ ফাস্ট বোলার নবদীপ সাইনি করলেন দুর্দান্ত বোলিং। খরচ করলেন মাত্র ৭ রান। সেই রান নিয়েই জিততে জিততে হেরেছে মুম্বাই। মুম্বাইকে ফাস্ট বোলার যশপ্রীত বুমরা শেষ বল পর্যন্ত জয়ের আশা দেখিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত বুমরার লো ফুল টস ফ্লিক করে বাউন্ডারি পাঠিয়ে ২ পয়েন্ট নিশ্চিত করে কোহলির দল।

ম্যাচে প্রথমে ব্যাট করে ২০১ রান করা ব্যাঙ্গালোর বোলিংয়ে ইনিংসের ১৫ ওভার পর্যন্ত ছিল দুর্দান্ত। একপর্যায়ে মুম্বাইয়ের জিততে ওভার প্রতি ২০ এর বেশি রান দরকার ছিল। শেষ ২৪ বলে দরকার ছিল ৮০ রান। সেখান থেকে অবিশ্বাস্য ইনিংস খেললেন কাইরন পোলার্ড ও তরুণ ঈশান কিষান। ঈশান ৯৯ রানে আউট হলেন ৫৩ রানে অপরাজিত ছিলেন পোলার্ড।

এএন/০৫