সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২০
০৭:১৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় ৩ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধর্ষণ মামলার এজহারভুক্ত আসামী মাহবুবুর রহমান রনি, সন্দিগ্ধ আসামী রাজন ও আইনুদ্দিনকে সিলেট মহানগর হাকিম ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি তদন্ত আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।তবে রিমান্ড শুনানীকালে আসামীদের পক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
শুনানী শেষে আদালতের বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের এপিপি খোকন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এএফ/০১