নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২০
১০:৫২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০
১১:৫০ অপরাহ্ন
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী গৃহবধুকে গণধর্ষণের ঘটনার তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের ৩ সদস্যের একটি প্রতিনিধি এসেছে। ইতিমধ্যে তারা কলেজ অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসেছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ৩ সদস্যের এই প্রতিনিধি দল সিলেট এমসি কলেজে পিরিদর্শনে এসেছে।
সিলেট এমসি কলেজের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (কলেজ ও প্রশাসন) বিভাগের প্রতিনিধি দল পরিদর্শনে এসেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল বলে জানিয়েছে সূত্র।
আরসি-০৫