সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০১:৪০ পূর্বাহ্ন
এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী গৃহবধুকে গণধর্ষণের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে দেওয়া হবে। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী ৭ দিনের মধ্যে।
তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শাহিদুল কবির চৌধুরী গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন।
গণধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এমসি কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।
শাহিদুল কবির চৌধুরী বলেন, ‘এ রকম শিক্ষাপ্রতিষ্ঠানে গণধর্ষণ একটি নিন্দনীয় ঘটনা। স্পর্শকাতর এই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। মন্ত্রণালয় আমাদের বলেছে তিনদিনের মধ্যে প্রাথমিক এবং সাতদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে। আমরা এমসি কলেজের প্রশাসন অনেকের সঙ্গে কথা বলেছি, ঘটনাস্থল ঘুরে দেখেছি। আগামীকালও আমরা সিলেটে আমাদের তদন্ত কাজ অব্যাহত রাখব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই নির্যাতিতা নারীর সঙ্গে কথা বলাটা সহজ হবে না। তবু আমরা চেষ্টা করব কথা বলার। তদন্তের স্বার্থে এটি করা দরকার।’
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকার পরও ছাত্রাবাস কেন খোলা ছিল এ বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে।’
আরসি-০৬