ওসমানীর ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:৫০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:৫০ পূর্বাহ্ন



ওসমানীর ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত

সিলেটে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। 

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, মঙ্গলবার হাসপাতালের ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়। ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে ৫ জন সিলেট জেলার, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজারের ২ জন করে রয়েছেন। 

জানা গেছে, গত জুলাই মাসে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। শুরু থেকেই প্রতিদিন গড়ে ৫-১০ জনের করোনা শনাক্ত হয় ওই ল্যাবে। এক পর্যায়ে একদিনে শতাধিক ব্যক্তিরও করোনা শনাক্ত হয় হাসপাতালে। আজ মঙ্গলবার হাসপাতালের ল্যাবে মাত্র ৮ জনের করোনা শনাক্ত হওয়া গত প্রায় ৬ মাসে তুলনায় সর্বনিম্ন বলে জানা গেছে।

 

এনসি-০১/এএফ-০৪